আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে চলমান যুদ্ধ আবারও নতুন করে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। দেশটির সুমি শহরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ৩৪ জন নিরপরাধ মানুষের। এর জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধবিরতিতে বাধ্য করতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে মস্কোকে বাধ্য করা যায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে। এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি মানবিক আবেদন—নিরীহ প্রাণগুলো রক্ষার তাগিদ থেকে উঠে আসা এক দৃঢ় অবস্থান।
ইউক্রেনীয় এই শহরে রুশ ওই হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া—এটা সবাই জানে। আর আজও একমাত্র রাশিয়াই মানবজীবনের তোয়াক্কা না করে, আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে এটি চালিয়ে যাচ্ছে।”
ইমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেন, “রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে এখন কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি”। তিনি আরও জানান, সুমি শহরের এই হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।
ইউক্রেনে চলমান যুদ্ধ আবারও নতুন করে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। দেশটির সুমি শহরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ৩৪ জন নিরপরাধ মানুষের। এর জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধবিরতিতে বাধ্য করতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে মস্কোকে বাধ্য করা যায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে। এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি মানবিক আবেদন—নিরীহ প্রাণগুলো রক্ষার তাগিদ থেকে উঠে আসা এক দৃঢ় অবস্থান।
ইউক্রেনীয় এই শহরে রুশ ওই হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া—এটা সবাই জানে। আর আজও একমাত্র রাশিয়াই মানবজীবনের তোয়াক্কা না করে, আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে এটি চালিয়ে যাচ্ছে।”
ইমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেন, “রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে এখন কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি”। তিনি আরও জানান, সুমি শহরের এই হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।
বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের নির্মূল করতে হামলা আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন তিনি।
৮ মিনিট আগেইতালির রোমে দ্বিতীয় দফা বৈঠকের পর আবার ওমানে তৃতীয় দফায় বৈঠকে বসবে ইরান ও আমেরিকার প্রতিনিধি দল। আগামী ২৬ এপ্রিল ওমানের মাসকাটে এ বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি।
২ ঘণ্টা আগেআরও শক্তিশালী হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এবার তারা গাজায় ৩০ হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে। ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য প্রকাশ করেছে।
৪ ঘণ্টা আগেফিলিস্তিনিদের পক্ষে বা ইসরাইল বিরোধী বিক্ষোভে নিষেধাজ্ঞা দিয়েছে জর্ডান সরকার। দেশটিতে প্রতি সপ্তাহে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ কর্মসূচি হতো সেটিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। সংবাদ মাধ্যম নিউজ আরব এ তথ্য প্রকাশ করেছে।
৫ ঘণ্টা আগে