আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য অস্থায়ী সংবিধান জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অস্থায়ী এ সংবিধানে স্বাক্ষর করেন।
এ সময় তিনি বলেন, এর মাধ্যমে সিরিয়ায় নতুন এক ইতিহাসের শুরুর প্রত্যাশা করছেন, যেখানে নিপীড়নের জায়গায় ন্যায়বিচার প্রতিস্থাপিত হবে।
সংবিধানের খসড়া কমিটির সঙ্গে যুক্ত আবদুল হামিদ আল-আওয়াক জানিয়েছেন, আগের সংবিধানের কিছু অংশ এ সংবিধানে রাখা হয়েছে। যার মধ্যে রাষ্ট্রপ্রধানের মুসলমান হওয়া এবং আইনশাস্ত্রের মূল উৎস হিসেবে ইসলামি আইনকে প্রতিষ্ঠার বিধান রয়েছে।
তিনি আরো জানান, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা এবং নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার বিষয়েও ভারসাম্যমূলক বিধান রাখা হয়েছে।
এদিকে স্থায়ী এক সংবিধান তৈরির জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের নেতৃত্বে এক প্রতিনিধি দল। দামেস্কে এই বৈঠকে তুর্কি প্রতিনিধি দলে আরো ছিলেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের ও তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইবরাহিম কালিন।
পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ঘটনাটি ঘটে। কাশ্মীরের পেহেলগামে ওই মারাত্মক হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করছে। পাকিস্তান জবাবে যে কোনো ধরনের নিরপেক্ষ তদন্তের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
১ ঘণ্টা আগেকোনো ধরনের আগাম নোটিশ ছাড়া পানি ছেড়ে দেয়া আন্তর্জাতিক আইন এবং দু’দেশের মধ্যে পানি ও নদী ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ভারতের এই আচরণ পাকিস্তানের জনগণের জীবন ও সম্পদের ওপর সরাসরি হুমকি তৈরি করেছে। ভারতের শত্রুতামূলক আচরণের আরো একটি উদাহরণ প্রকাশ পেয়েছে।
১ ঘণ্টা আগেভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের বেশ অবনতি হয়েছে। পাল্টপাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এর মধ্যেই সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগেকানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে জড়ো হওয়ার মানুষের ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে