আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাজিলে জলবায়ু সম্মেলনস্থলে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা, সংঘর্ষ-ভাঙচুর

আমার দেশ অনলাইন
ব্রাজিলে জলবায়ু সম্মেলনস্থলে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা, সংঘর্ষ-ভাঙচুর
ছবি: বিবিসি

ব্রাজিলের আমাজন এলাকায় বেলেম শহরে জাতিসংঘ জালবায়ু সম্মেলনস্থলে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আলোচনা চলাকালে নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষোভে অ-আদিবাসীদের সঙ্গে স্থানীয় আদিবাসীরাও অংশ নেন।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা ‘আমাদের বন বিক্রির জন্য নয়’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। অনেকের পরনের টি-শার্টে ছিল ‘জুন্টোস’ লেখা, যার অর্থ একসঙ্গে। এছাড়া ঐতিহ্যবাহী আদিবাসী পোশাক পরেও ছিলেন কেউ কেউ।

প্রকাশিত ভিডিও দেখা যায়, সম্মেলনের প্রবেশপথে ঢুকে পড়ে স্লোগান দিতে দিতে দরজা ভেঙে ফেলতে শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

জাতিসংঘ জানিয়েছে, ব্রাজিল ও জাতিসংঘ ঘটনাটি তদন্ত করছে।

প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা কোপ-৩০ আলোচনায় যোগ দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ১০ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সম্মেলন চলবে।

প্যারিস জলবায়ু চুক্তির দশ বছর পর এই বছরের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্যারিস সম্মেলনে দেশগুলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল।

ব্রাজিলে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, রেইনফরেস্ট আমাজনের কাছে বেলেম শহরে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন