Ad T1

ঢাকা ঐতিহ্যে ফেরায় কলকাতাকে মঙ্গল শোভাযাত্রা পালনে দিল্লির প্ররোচনা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ২১: ৩৬
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২২: ৪৭
ঢাকা এবার বর্ষবরণে ঐতিহ্যে ফেরায় মঙ্গল শোভাযাত্রা পালনে কলকাতাকে প্ররোচনা দিচ্ছে দিল্লি। এ বার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এ শোভাযাত্রাকে 'মঙ্গল শোভাযাত্রা'র নামে পরিবর্তন করে। তারা এটা রাজনৈতিক হীন স্বার্থ হাসিলে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘সীমান্তের ওপারে বহু বছরের পরম্পরায় ছেদ পড়েছে। বাংলা নববর্ষকে বরণ করতে ঢাকার বিখ্যাত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম এ বার বদলে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রা আদৌ বেরোবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শোভাযাত্রা বেরিয়েছে। কিন্তু সে যাত্রা ‘মঙ্গল’ বর্জিত। আকারে এবং প্রভাবে কলকাতার ‘মঙ্গল শোভাযাত্রা’ ঢাকার মতো নয়। কিন্তু ঐতিহ্য-পরম্পরা অক্ষুণ্ণ রেখে বর্ষবরণে ‘মঙ্গল’ শব্দ ধরে রাখছে কলকাতা। ‘তাৎপর্যপূর্ণ’ ভাবে কলকাতার এই বর্ষবরণ শোভাযাত্রাকে এ বার আর্থিক সহায়তা করছে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক।’
কলকাতার রাস্তায় ‘মঙ্গল শোভাযাত্রা’ করতে প্ররোচনা
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের বাংলা ক্যালেন্ডার মুহম্মদ শহীদুল্লাহের প্রবর্তিত একটি পদ্ধতি অনুযায়ী তৈরি হওয়ায় সেখানে ‘পহেলা (‘পয়লা’-কে বাংলাদেশে ‘পহেলা’ বলা হয়) বৈশাখ পশ্চিমবঙ্গের এক দিন আগেই আসে। তাই সোমবার কলকাতায় চৈত্র সংক্রান্তি হলেও ঢাকায় সোমবারই বর্ষবরণ পালিত হয়েছে। তবে অন্যান্য বছরে যে ভাবে ছাত্রছাত্রীদের আয়োজনে তা হয়, এ বার তেমন হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনাতেই সব হয়েছে। শোভাযাত্রার নাম দেওয়া হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। তা নিয়ে ছাত্রছাত্রীদের একাংশের মধ্যে ক্ষোভ থাকলেও কর্তৃপক্ষ তাতে গুরুত্ব দেননি। এ হেন পরিস্থিতিতেই মঙ্গলবার, পয়লা বৈশাখ কলকাতায় ‘মঙ্গল শোভাযাত্রা’ বেরোচ্ছে।’
বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে আয়োজিত 'মঙ্গল শোভাযাত্রা'র নাম পরিবর্তন করে পূর্বের নামে ফিরে গিয়ে এবার 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করা হয়েছে। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত জানানো হয়।
উল্লেখ্য, চারুকলা ১৯৮৯ সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে এর নাম ছিলো 'আনন্দ শোভাযাত্রা'। শোভাযাত্রাটি পরে 'মঙ্গল শোভাযাত্রা'য় রূপ নেয়। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও পায় এটি।
Ad

বটগাছ প্রতীক ফেরত চায় খেলাফত আন্দোলনের একাংশ

গ্রাহকের শত কোটি টাকা নিয়ে লাপাত্তা আওয়ামী লীগের তিন নেতা

একটি শ্রেণি রাষ্ট্রের কোষাগারকে নিজেদের সম্পদ হিসেবে ব্যবহার করছে

ভারতের সঙ্গে দ্বন্দ্বে ২ কোটি শিখ পাকিস্তানের পক্ষে: পান্নুন

ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতা করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত