Ad T1

সাংবিধানিক ঘোষণাপত্রে সই করলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল-শারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১০: ৩৮
ছবি: সংগৃহীত
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সাংবিধানিক ঘোষণাপত্র সই করে পাঁচ বছরের জন্য সরকারের ভিত্তি স্থাপন করেন। এই ঘোষণাপত্র নতুন ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার নথিতে সই করার সময় আল-শারা বলেন, সাংবিধানিক ঘোষণা সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে, যেখানে নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। খবর আল জাজিরা।
খসড়া কমিটির সদস্য আব্দুলহামিদ আল-আওয়াক বলেন, অস্থায়ী সংবিধানে আগের সংবিধানের কিছু বিষয় রাখা হয়েছে। যেমন রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইনশাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে।
আল-আওয়াক বলেন, এ নথিতে মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং নারীদের ‘সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার’ নিশ্চিত করার বিধানও রয়েছে। এটি সিরিয়ার নড়বড়ে রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে কাজ করবে।

বিষয়:

সিরিয়া
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত