Ad T1

ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৯: ৪০
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। দেশটির অঙ্গরাজ্যের সান দিয়েগো নগরীর বাইরে গ্রামীণ রাস্তাগুলোতে পাথরের টুকরো পড়ে থাকতে দেখা যায়। কম্পনের পর কোনো আহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৮ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। এটি সান দিয়েগো কাউন্টিতে কেন্দ্রীভূত হয়েছিল প্রায় ১৫০০ জন লোকের একটি পাহাড়ি শহর জুলিয়ান থেকে মাত্র কয়েক মাইল (৪ কিলোমিটার) দূরে। ভূমিকম্পটি লস এঞ্জেলেস কাউন্টির উত্তরে প্রায় ১২০ মাইল (১৯৩ কিলোমিটার) দূরে অনুভূত হয়েছিল। এরপর বেশ কয়েকটি আফটারশক হয়।
জুলিয়ানের উত্তর-পশ্চিম স্টেট রুটসহ পাহাড়ি ঢালে এবং রাস্তা ও হাইওয়েতে আছড়ে পড়া পাথরের দিকে সতর্ক থাকতে যানবাহন চালকদের সতর্ক করে দিয়েছেন পরিবহন কর্মকর্তারা। সান দিয়েগো কাউন্টির ক্যালিফোর্নিয়া পরিবহন বিভাগ জানিয়েছে সম্ভাব্য ক্ষয়ক্ষতির জন্য সড়কপথের মূল্যায়ন করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ফর সান ডিয়েগো কাউন্টির ক্যাপ্টেন থমাস শ্যুট জানান, মাটি সরে গেলে সতর্কতা হিসেবে স্কুলছাত্রীদের ভবনের বাইরে নিয়ে যাওয়া হয়। তিনি একটি ঝাঁকুনি সতর্কতা পেয়েছিলেন এবং তারপর ধাক্কা অনুভব করতে শুরু করেছিলেন।
ক্যালিফোর্নিয়ার একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ লুসি জোনসের মতে, ভূমিকম্পটি এলসিনোর ফল্ট জোনের কাছে ৮.৩ মাইল (১৩.৪ কিলোমিটার) গভীরে আঘাত করেছিল। এটি ক্যালিফোর্নিয়ার ব্যস্ততম ভূমিকম্প অঞ্চলগুলোর মধ্যে একটি এবং বিখ্যাত সান আন্দ্রেয়াস ফল্ট সিস্টেমের অংশ যা সাধারণত প্রতি বছর কমপক্ষে একটি ৪.০ মাত্রার ভূমিকম্পের সাক্ষী হয়।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত