আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৮ মাসে কোরআনে হাফেজ হলো আজিম

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

৮ মাসে কোরআনে হাফেজ হলো আজিম
ছবি: আমার দেশ।

মাত্র ৮ মাস ৫ দিনে কোরআনে হাফেজ হয়েছে ১০ বছর বয়সী শিশু মো. আল আজিম হোসেন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত দারুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী আজিম উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

শনিবার (৩ ডিসেম্বর) মাদ্রাসার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ স্বীকৃতি প্রদান করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে মাদ্রাসার প্রধান মাওলানা মাহফুজুল রহমান বুলবুলী সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, মাওলানা হোসাইন আহমেদ চাঁদপুরী।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন