২০২৩ সালে প্রকাশিত ফোরাম সদস্যদের পাঠানো প্রায় পঞ্চাশ বইয়ের ওপর মূল্যায়ন করে সেরা ১০ জনকে গ্রন্থ সম্মাননা প্রদান করা হয়। ৩ জনকে দেওয়া হয় মিডিয়ায় সেরা প্রতিবেদন তৈরির জন্য ফিচার সম্মাননা।
টঙ্গীতে তাবলীগের ইজতেমা ময়দানে সংঘর্ষ–প্রাণহানির ঘটনায় সাদপন্থিদের দুঃখপ্রকাশ।
হাফেজ হুমাইরা পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ মিসরীয় পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকা। এই গ্রুপে প্রথম স্থান অর্জনকারী নাইজেরিয়ান তরুণী ফাতেমা আবু বকর পেয়েছেন ৬ লাখ মিসরীয় পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকা।
সাহাবি হজরত জাবির রা. থেকে বর্ণিত–রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করলো, সে যেন তার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করলো।
রাসুলুল্লাহ (সা.) বড়দের সম্মান ও ছোটদের স্নেহের বিষয়ে অনেক গুরুত্বারোপ করেছেন। ছোটদের স্নেহ করা আর বড়দের সম্মান করা, তার নির্দেশ ও অন্যতম সুন্নত আমল।