প্রায় তিন যুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন হলো গাইবান্ধা জেলায়। আমীরে জামায়াতের আগমন উপলক্ষে শহরের কয়েকটিস্থানে ও মোড়ে গেইট বানানো হয়। কনকনে শীতের ঠাণ্ডা উপেক্ষা করে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে দলে দলে কর্মীরা ছুটে আসেন সম্মেলনস্থলে।
মঙ্গলবার বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে নারায়ণগঞ্জ জেলা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে ।
নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র।
১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন সাবেক বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।
আদেশ আইনসংগত না হলে ডিসি-এসপি, প্রশাসনের লোকেরা বলবেন এটি আমি করতে পারবো না। এই 'না' বলাটাই তো বড় সংস্কার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কুড়িগ্রাম জেলা শাখার ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২৯ ডিসেম্বর খালেদা জিয়ার যাওয়ার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ দিনই তিনি যাবেন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আমরা দেখেছি-বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। এটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির স্বার্থে নির্বাচনের জন্য ধৈর্য ধরতে হবে। আমরা সাড়ে ১৭ বছর ধৈর্য ধরেছি। আমরা যেনতেন নির্বাচন চাই না। নির্বাচনের জন্য যুগ যুগ অপেক্ষাও করতে চাই না।
মির্জা ফখরুল বলেন, তিনি শুধু স্বনামধন্য আইনজীবীই ছিলেন না। তিনি একজন গণতন্ত্রে বিশ্বাসী বিশিষ্ট মানুষও ছিলেন। এখন গণতন্ত্র উত্তরণে যে কাজ শুরু হয়েছে সেখানে তার খুব বেশি প্রয়োজন ছিলো।
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে।
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য জনগণ আশা করে।
ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিল, সেজন্য আমরা কৃতজ্ঞ। তবে বিগত বহু বছর তারা কড়ায় গণ্ডায় প্রতিদান আদায় করেছে। আজো ফারাক্কার পানির সমস্যা নিরসন হয়নি। সীমান্তে মানুষ মারা হয়। উজানে ভারত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত বন্যার সৃষ্টি করে। তারা বিনা অজুহাতে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। ১৯৭১ সালের বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে তিনি ভারতের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচন নিয়ে একটি ধারণা দিয়েছেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো দিন তারিখ উল্লেখ করেননি।
সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পারছে না। অন্তবর্তীকালীন সরকার বিপ্লবের মধ্যে গঠিত হয়েছে। এই সরকারকে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।
শনিবার রাতে তাকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আটক করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সহ-সভাপতি ছিলেন।