আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গোলাবারুদ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গোলাবারুদ উদ্ধার
ছবি: আমার দেশ

ফরিদপুরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-১০ সিপিবি-৩-এর একটি চৌকশ দল । উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— স্টিলের হাতলযুক্ত অবিস্ফোরিত তিনটি গ্রেনেড, শটগানের ৪১টি কার্তুজ, গ্যাসগানের ৩০টি তাজা কার্তুজ এবং কার্তুজসদৃশ বস্তু।

বৃহস্পতিবার বেলা ১১টায় এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফরিদপুর শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী সড়কের পাশে বিদ্যুতের খুঁটিসংলগ্ন ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া গ্রেনেড ও কার্তুজগুলো ফরিদপুরের কোতোয়ালি থানা থেকে আগে লুট হওয়া

পুলিশের অস্ত্র ও গোলাবারুদের অংশ বলে ধারণা করছে র‍্যাব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন