বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা চৈক্ষংয়ে পাহাড়ি ম্রো জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ঢাকার ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’।
সেখানে অবস্থিত এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আস'আদ একাডেমির মাঠে সোমবার অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে নারী-শিশু সহ প্রায় ৫০০ পাহাড়ি সুবিধাবঞ্চিত উপজাতি পরিবার ফ্রি চিকিৎসা ও ঔষধ পেয়েছে।
সংস্থাটির মহাপরিচালক মুহাম্মাদ রাজ জানান, তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ও তিনজন নার্স সহ ১১ জনের একটি টিম ঢাকা থেকে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস সেবা দিয়েছে রোগীদের। হাফেজ্জী চ্যারিটেবল এখন থেকে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর মাঝে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবে বলে জানান তিনি।
ক্যাম্পের ডাক্তার নাজমুস সাকিব (এমবিবিএস) জানান, এর আগে অনেক চিকিৎসা সেবা প্রদান করলেও এবারের মেডিকেল ক্যাম্প ছিলো ভিন্ন। ভিন্ন ভাষা ও সংস্কৃতির এত রোগী দেখার অভিজ্ঞতা সত্যিই আনন্দের। তাকে এমন আয়োজনে সেবার সুযোগ প্রদান করায় তিনি হাফেজ্জী চ্যারিটেবলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে বেশি বেশি এমন আয়োজনের আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার মাহমুদুল হাসান নিলয় (এমবিবিএস) ও সাইদুল আলম মালিক (এমবিবিএস), তানভীর আহমাদ (নার্সিং অফিসার, পিজি হসপিটাল)।
সেবা গ্রহীতা চিয়ং মু মিং ম্রো দোভাষীর মাধ্যমে জানান, ৭৮ বছর বয়সে তিনি প্রথমবারের মত এমন ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম দেখেছেন।
উল্লেখ্য, রোগীদের সঙ্গে ডাক্তারের কথা বলার সুবিধার্থে স্বেচ্ছাসেবায় ছিলো তিন জন দোভাষী। প্রতিষ্ঠান আস'আদ একাডেমির মাঠে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে নারী-শিশু সহ প্রায় ৫০০ পাহাড়ি সুবিধাবঞ্চিত উপজাতি পরিবার ফ্রী চিকিৎসা ও ঔষধ পেয়েছে।

