আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেপথ্যে চাঁদাবাজি

পাটগ্রাম থানায় হামলায় ৮ পুলিশ সদস্য আহত, বিজিবি মোতায়েন

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

পাটগ্রাম থানায় হামলায় ৮ পুলিশ সদস্য আহত, বিজিবি মোতায়েন
পাটগ্রামে থানায় ঢুকে হামলা

চাঁদাবাজিকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় থানায় হামলা করে দুই আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, থানায় হঠাৎ আক্রমণের ঘটনা ঘটলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। এ সময় তারা বেশকিছু সরঞ্জামাদি নষ্ট করে দেয়। এ ঘটনায় ৮ জন পুলিশ আহত হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী মোতায়েন হতে পারে বলেও জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন