আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাঁচ দিনের জোড় ইজতেমা

ইজতেমা ময়দানে আরো দুই মুসল্লির মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী

ইজতেমা ময়দানে আরো দুই মুসল্লির মৃত্যু
টঙ্গীতে জোড় ইজতেমায় আগত মুসল্লিরা

গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানে মারা গেছেন আরো দুইজন মুসল্লি। শুরায়ী নেজামের তত্ত্বাবধানে আয়োজিত পাঁচ দিনের জোড় ইজতেমার তৃতীয় দিনে তারা মারা যান। নিহতরা হলেন- সিলেট জেলা সদরের ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২)।

বিজ্ঞাপন

তিনি শনিবার রাত সাড়ে ১০টায় ময়দানে অসুস্থ পড়লে সাথীরা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরেকজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কোট্টাপাড়া গ্রামের নাজির উদ্দিনের ছেলে মইন উদ্দিন (১০০)। তিনি রোববার ভোররাতে ময়দানেই ইন্তেকাল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত ৫ দিনের জোড় ইজতেমায় মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, জোড় ইজতেমায় আগত ধর্মপ্রাণ দেশ-বিদেশের মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন। এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন দায়িত্বে নিয়োজিত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন