তিন দিনেও উদ্ধার হয়নি ১৮ হাজার বস্তা সিমেন্ট বোঝাই জাহাজ

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৮: ০৯

ভোলার দৌলতখানের মেঘনা চ্যানেল থেকে তিন দিনেও উদ্ধার হয়নি সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট বোঝাই জাহাজ। এরআগে শুক্রবার দুপুরে দৌলতখান থানার পেছনে পাতার খাল সংলগ্ন মাছঘাটের তীর থেকে জাহাজ এমভি সৌমি-১ ডুবে যায়। এরপর আজ রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার করা হয়নি।

বিজ্ঞাপন

জানা যায়, শুক্রবার দুপুরে গভীর মেঘনার চ্যানেল দিয়ে চলন্ত অবস্থায় এমভি সৌমি- ১ জাহাজ মেঘনার ডুবোচরে আটকে যায়। এ সময় আবুল খায়ের লিমিটেড গ্রুপের জাহাজ এমভি টিটু- ৫৪ সজোরে ধাক্কা দিলে জাহাজের পেছনের বাম সাইড ফেঁটে পানি ঢুকে ঘটনাস্থলেই ডুবে যায়। এতে সাড়ে ১৮ হাজার বস্তা ৭০ লাখ ৫৬ হাজার টাকার সিমেন্ট নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুর ইসলাম আমার দেশকে জানান, আবুল খায়ের গ্রুপের এমভি টিটু- ৫৪ জাহাজটি দ্রুত গতিতে সৌমি জাহাজের দিকে আসতে থাকে। বারবার টিটু- ৫৪ জাহাজটিকে ভিএইচএফ মেরিন রেডিওতে সতর্ক করা হয়েছে। এতে কোনো সাড়া মেলেনি। জাহাজের ৭০ লাখ ৫৬ হাজার টাকার সিমেন্ট ও বিভিন্ন মালামালসহ পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আমিনুর ইসলাম আমার দেশকে জানিয়েছেন, ঢাকা থেকে উদ্ধারকারী দল না আসায় তিন দিনেও জাহাজটি উদ্ধার করা যায়নি।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আমার দেশকে জানান, জাহাজের মাস্টার আমিনুর ইসলাম এমভি টিটু- ৫৪, জাহাজের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত