আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভালুকায় বাস উল্টে নিহত ২, আহত ১২

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় বাস উল্টে নিহত ২, আহত ১২

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে দুইজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহগামী ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই বাসযাত্রী শাহজাহান সিরাজ (৪০) নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বাসের হেলপার মো. অনিক মিয়া (২৮) মারা যান।

বিজ্ঞাপন

আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহজাহান সিরাজ এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে বাসের হেলপার মো. অনিক মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন