আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বরিশাল অফিস

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের (বরিশাল সদর- ৫) আসনে অবশেষে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতের প্রার্থী মোয়াযযম হোসাইন হেলাল। মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তিনি নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ সময় বরিশাল জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র প্রত্যাহারের পর মুয়াযযম হোসাইন হেলাল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক চরমোনাই পীরের সম্মানে বৃহৎ স্বার্থে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ২৯ ডিসেম্বর বরিশাল বাসীকে নিয়ে আমরা মনোনয়নপত্র দাখিল করেছিলাম। ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গড়ার লক্ষে জামায়াতে ইসলাম কাজ করে যাচ্ছে। আমরা আস্তা, বিশ্বাস ও ভালোবাসার মধ্য দিয়ে দেশ গঠনের লক্ষে মুফতি ফয়জুল করিমকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে জামায়াতে ইসলামের সকল নেতাকর্মীদের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে ভোট দেওয়ার আহবান জানান ।

তবে বরিশাল- ৬ বাকেরগঞ্জ আসন থেকে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও জানান হেলাল। এ ক্ষেত্রে জামাতকে ইসলামী আন্দোলন ছাড় দিবেন কিনা তা ইসলামী আন্দোলন সিদ্ধান্তের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন