বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বজনপ্রীতি দূর হলে বাংলার টাইগাররা প্রকৃত টাইগারে রূপ নেবে। একই সঙ্গে তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করে জাতীয় পর্যায়ে সুযোগ দিতে হবে। তাহলে খুব অল্প সময়ের মধ্যে বিশ্বকাপ এনে দেওয়ার সক্ষমতা রাখবে আমাদের ছেলেরা।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ সিজনের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া ডিগ্রি কলেজ মাঠে এর আয়োজন করা হয়।
খালেদ সুজন বলেন, বেশি বেশি টুর্নামেন্টের আয়োজন করতে হবে। আমরা যেন ছেলেদের মাঠে ধরে রাখতে পারি। কেননা এখান থেকেই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো খেলোয়াড় তৈরি হবে।

টুর্নামেন্ট আয়োজক কমিটির পরিচালক বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম, ক্রীড়ানুরাগী আহসান হাবিব, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহেল খান, স্থানীয় বিএনপি নেতা মানিক পাটওয়ারী প্রমুখ।
খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাতার স্পোর্টিং ক্লাব ও রানার্সআপ সাহেবগঞ্জ স্পোর্টিং ক্লাব। প্রধান অতিথি হিসেবে তাদের হাতে ট্রফি তুলে দেন খালেদ মাহমুদ সুজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

