গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হিরোন্নকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসচালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল সোহাগ পরিবহনের একটি বাস। সেটি পেছন থেকে ধাক্কা দেয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এতে বাসটি গাছের সাথে ধাক্কা খায়। এতে আহত হন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজারসহ ১২জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মারা যান দুই জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হিরোন্নকান্দি এলাকায় একটি বাস পেছন থেকে আরেকটি বাসকে ধাক্কা দেয়। এতে একটি বাসের চালক ও সুপারভাইজার নিহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

