আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে ছাত্রশিবির নেতাকে কোপাল ছাত্রদল কর্মীরা

সংবাদদাতা, (টঙ্গী) গাজীপুর

টঙ্গীতে ছাত্রশিবির নেতাকে কোপাল ছাত্রদল কর্মীরা

গাজীপুরের তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্রশিবির নেতা আলিম দ্বিতীয় বর্ষের (বিজ্ঞান) শিক্ষার্থী ফজলে রাব্বিকে কুপিয়ে জখম করেছে ছাত্রদলের কর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদলকর্মী ভূইয়া মামুনের নেতৃত্বে রাব্বিকে গাজীপুরা বাঁশপট্টিতে ডেকে নিয়ে মারধর করা হয়। আহত রাব্বি তামীরুল মিল্লাত ছাত্রশিবিরের সাংগঠনিক ওয়ার্ড টঙ্গী পশ্চিমের সভাপতি।

বিজ্ঞাপন

এ খবর মিল্লাত ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদলকর্মী ভূইয়া মামুন ফজলে রাব্বিকে মিল্লাত ক্যাম্পাস থেকে গাজীপুরা বাঁশপট্টি এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তামীরুল মিল্লাত মাদরাসার একজন ছাত্রকে মারধর করেছে ছাত্রদলের কর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...