আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শরীয়তপুরের তিন আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
শরীয়তপুরের তিন আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনটি আসনে প্রার্থিতা ঘোষণা করছে। বিভিন্ন সভা-সমাবেশে নেতাকর্মী ও জনগণের সামনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার বিকালে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

শরীয়তপুরের তিনটি আসনের প্রার্থীরা হলেন: শরীয়তপুর-১ (পালং-জাজিরায়) আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার। শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম।

এই তিন প্রার্থীকে এখন থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদেরও মাঠে প্রচারণা চালানোর জন্য বলা হয়েছে।

এই ঘোষণায় শরীয়তপুরে জামায়াতের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন তারা।

জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার নায়েবে আমির কে এম মকবুল হোসাইন বলেন, আমাদের তিনজন প্রার্থী জননন্দিত। আগামী নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনে মানুষ তাদের ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমরা আশাবাদী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন