উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র বিশেষ অভিযানে ১৬ লাখ টাকার মাদকসহ নুর আলম শাহীন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। ২৯ বিজিবির আওতাধীন বিরামপুর চৌঠা বিওপি সীমান্ত এলাকা থেকে শনিবার সকালে ওই মাদক কারবারীকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আওতাভুক্ত বিরামপুর উপজেলার চৌঠা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শহীদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল শনিবার সকাল সাড়ে ৯টায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করেন। এসময় সীমান্ত পিলার ২৯৬/২-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌঠা গ্রামের লিচু বাগান থেকে ১০ হাজার ৮৭০ পিস ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন, ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১ কেজি ভারতীয় জিরাসহ মো. নুর আলম শাহীন (৩৫) কে আটক করা হয়। আটক নুর আলম শাহীন দিনাজপুরের বিরামপুর উপজেলার দেশমা হাট এলাকার বাকুন্ডা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।
সূত্রটি আরও জানায়, আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য ১৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ধৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বিজিবি কর্তৃক আটক আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলো মেয়ে লামিয়া। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাবা'র কবরের পাশে দাফন করা হয়।
৬ মিনিট আগেবাংলাদেশ খেলাফত মজলিস আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যকারীদের রাজনীতি কবর হয়েছে। ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছিল। ২০২৪ সালে এই দ্বিতীয় স্বাধীনতার পর ২০২৫ সালে স্বাধীনতাকে ছিনতাই করার চেষ্টা করতে উঠে পড়ে লেগেছে।
১১ মিনিট আগেমানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে সহস্রাধিক গ্রাহকের শত কোটি টাকার বেশি জামানত আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় তিন নেতার বিরুদ্ধে। গ্রাম মানবিক উন্নয়ন ক্ষুদ্র সমবায় সমিতির ব্যানারে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঞ্চয় হাতিয়ে নেওয়ার পর অভিযুক্তরা এখন গা-ঢাকা দিয়েছেন
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সন্দ্বীপে ১২ দশমিক ৩৪০ কিঃ মিঃ বেড়ীবাঁধ পুনর্বাসন ঢাল সংরক্ষণের কাজ শুরু হয়েছিল গত কয়েক মাস আগে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জামান ব্রাদার্স। গত বছরের অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরুর কথা ছিল।
২ ঘণ্টা আগে