প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরের কাহারোলে বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে বিরোধ চলছে। এরই জেরে তাদের মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ হয়। এরপর রাস্তায় জামায়াতের এক নেতাকে একা পেয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হোতা আওয়ামী লীগ নেতা ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিকসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৪০)। তিনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। এ ঘটনায় মামলা করেছেন শরিফুলের স্ত্রী শিল্পী আরা বেগম। এতে ২৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৬০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ইউপি চেয়ারম্যান মানিক ছাড়াও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন উপজেলার হোসেনপুর গ্রামের সহদর জামান ইসলাম ও হেলাল উদ্দীন, ১২ মাইল এলাকার সুবাশ চন্দ্র রায়, মিশু ইসলাম ও মেহেদুল ইসলাম। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাহারোল থানার ওসি রুহুল আমিন বলেন, জামায়াত নেতা শরিফুলকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হওয়ার পর ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। চেয়ারম্যান মানিকের নামে আরো দুটি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে ইউপি চেয়ারম্যান মানিকের ওপর হামলা চালান স্থানীয় যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। সেখান থেকে নিরাপত্তার জন্য তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে মোবাইলযোগে নির্দেশনা দিয়ে তার সাঙ্গোপাঙ্গদের দিয়ে বিকালে উপজেলার কান্তনগর মোড় এলাকায় সড়ক অবরোধ করান মানিক।
সড়ক আটকে রীতিমতো নৈরাজ্য চালায় মানিকের লোকজন। অবরোধকারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাধারণ মানুষের ওপরও হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। সন্ধ্যার দিকে ওই রাস্তা দিয়ে জামায়াত নেতা শরিফুল যাওয়ার সময় তার ওপর চেয়ারম্যান মানিকের অনুসারী আওয়ামী সন্ত্রাসী নুরনবী, হিমেল ও মিশুর নেতৃত্বে হামলা চালানো হয়। তারা রামদা, হাঁসুয়া, রড, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হাত-পা ও মাথায় গুরুত্বর জখম করে। তারা শরিফুলের মোটরসাইকেলটিও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় শরিফুলের কাছে থাকা ৪৭ হাজার টাকাও ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্রশিবিরসহ সমমনা সংগঠনগুলো।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে সহস্রাধিক গ্রাহকের শত কোটি টাকার বেশি জামানত আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় তিন নেতার বিরুদ্ধে। গ্রাম মানবিক উন্নয়ন ক্ষুদ্র সমবায় সমিতির ব্যানারে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঞ্চয় হাতিয়ে নেওয়ার পর অভিযুক্তরা এখন গা-ঢাকা দিয়েছেন
৩০ মিনিট আগেচট্টগ্রামের সন্দ্বীপে ১২ দশমিক ৩৪০ কিঃ মিঃ বেড়ীবাঁধ পুনর্বাসন ঢাল সংরক্ষণের কাজ শুরু হয়েছিল গত কয়েক মাস আগে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জামান ব্রাদার্স। গত বছরের অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরুর কথা ছিল।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলা ও মামলার মুখোমুখি হয়েছেন। কারাবাস এবং শারীরিক আঘাতের মধ্যেও তিনি দলীয় কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান দলের নেতাকর্মীরা।
১ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই মেয়ে লামিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
১ ঘণ্টা আগে