বিশেষ প্রতিনিধি
টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ভারতের আদানির বিদ্যুৎ সরবরাহ। শনিবার সন্ধ্যার পর জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
এর আগে কারিগরি ত্রুটির কারণে ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাময়িকভাবে বিদ্যু উৎপাদন বন্ধ হয়েছে। একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। আরেকটিতে দুই থেকে তিনদিন সময় লাগতে পারে।
প্রকৌশলী মো. রেজাউল করিম আরও বলেন, আমাদের নিজস্ব কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি কোনো সমস্যা হবে না।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, গত ৮ এপ্রিল সকাল ৮টায় আদানির দুই ইউনিট থেকে ১৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। এরপর কারিগরি দ্রুটি দেখা দেওয়ায় দুই কেন্দ্র থেকে ৮৯৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওইদিন সকাল ১০টায় একটি কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যায়। অপর কেন্দ্র থেকে ৭৬২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। আজ দ্বিতীয় ইউনিটও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশে কোনো বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি আদানি গ্রুপ।
বাংলাদেশের সমুদ্র নিরাপত্তা ও উপকূলীয় এলাকায় জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে ৬২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া।
১ ঘণ্টা আগেচলতি এপ্রিল মাসেও দেশের প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ মাসের প্রথম ২১ দিনেই প্রবাসীরা ১৯৬ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪০ দশমিক ৭০ শতাংশ বেশি।
৭ ঘণ্টা আগেপূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে হাইব্রিড পদ্ধতিতে (শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল প্লাটফর্মে) অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগেঢাকা মহানগরের বিস্তারিত অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২–৩৫ কে ত্রুটিপূর্ণ উল্লেখ করে তা ভবন নির্মাণে ব্যাপক বৈষম্য সৃষ্টি করেছে এবং নগর উন্নয়নের গতি থমকে দিয়েছে বলে অভিযোগ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও গৃহায়ণ খাত সংশ্লিষ্ট শিল্প সংগঠনগুলো।
১১ ঘণ্টা আগে