Ad T1

খেলাপি ঋণ ছাড়িয়ে যাবে ৩০ শতাংশ: বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ২৭

ব্যাংক খাতের খেলাপি ঋণ ৩০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ বলে মনে করেছে বাংলাদেশ ব্যাংক। এ পরিস্থিতিতে ব্যাংক খাতের আস্থা ধরে রাখতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিতে বলা হয়েছে, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা হচ্ছে। তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে ঋণ শ্রেণিবিন্যাস, প্রভিশনিং এবং ঋণ আদায়ের পদ্ধতি চালু করা হয়েছে। এছাড়া নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা জোরদার, ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত, অর্থঋণ আদালতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উপর জোর, শক্তিশালী ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নীতি বাস্তবায়ন, সিস্টেমিক দুর্বলতা দূর করা এবং নিয়ন্ত্রণগত ফাঁক বন্ধ করা ও যথাযথভাবে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করার ওপর জোর দিয়েছে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এর মধ্য দিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।

দেশের ব্যাংকগুলোয় গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় ১৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। তখন দেশের ব্যাংকগুলো থেকে বিতরণ করা ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ ছিল খেলাপি।

এমএস

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত