রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশ থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। শাহজাহান রোডের একটি আবাসিক ভবনে এ হত্যার ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর থানার ওসি আমার দেশকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মায়ের নাম লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা। লায়লার বয়স ৪৮ বছর। আর তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স ১৫ বছর।
লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার লাশ দেখতে পান বলে পুলিশকে জানিয়েছেন।
তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ওই বাসায় কর্মরত একজন পরিচারিকা এই ঘটনায় জড়িত থাকতে পারেন। তবে সন্দেহভাজন ব্যক্তির সঠিক পরিচয় এখনও যাচাই করা হয়নি।
ঘটনার পরই মোহাম্মদপুর থানা এবং তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তদন্ত কাজ শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও কারণ জানতে তারা স্থানীয় এলাকা জরিপ করছে। সেই সাথে বাসার ভেতরে ও বাইরে স্থাপিত ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

