আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাতিরঝিলে উল্টো পথে যান চলাচল বন্ধের নির্দেশ

বিশেষ প্রতিনিধি
হাতিরঝিলে উল্টো পথে যান চলাচল বন্ধের নির্দেশ
রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকা পরিদর্শন করেন

রাজধানীর হাতিরঝিল এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু।

বিজ্ঞাপন

হাতিরঝিল এলাকাকে একটি দর্শনার্থীবান্ধব ও পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসাবে গড়ে তোলার জন্য রাজউকের নিয়মিত তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রাজউক চেয়ারম্যান হাতিরঝিল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় হাতিরঝিল এলাকার সার্বিক নিরাপত্তা ও উল্টো পথে আসা যানবাহনের চলাচল বন্ধে দায়িত্বরত আনসার সদস্যদের কঠোর নির্দেশ দিয়েছেন।

পরিদর্শনকালে হাতিরঝিলের আমবাগান চল্লিশঘর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অপরিকল্পিতভাবে একটি স্যুয়ারেজ লাইন সংযোগের কাজ চলাকালীন ভেঙে যাওয়া হাতিরঝিলের বাউন্ডারি ওয়ালের গ্রেড বিম ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান।

এসময় উক্ত গ্রেড বীমের মেরামত কার্যক্রম চলমান থাকলেও তার গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এবিষয়ে রাজউক চেয়ারম্যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে উক্ত মেরামত কাজের সঠিক নকশা অনুসরণ করে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে অবহিত করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন