আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিমান বিধ্বস্ত, অনেকে পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন

আমার দেশ অনলাইন

বিমান বিধ্বস্ত, অনেকে পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অনেক হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।

এ ঘটনায় আহত চারজনকে হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

এদিকে সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন