বিশেষ প্রতিনিধি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আজ শনিবার তৌহিদী জনতার ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হচ্ছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এ কর্মসূচির ডাক দিয়েছে। বেলা ৩টায় ঢাকার চারদিক থেকে মিছিল নিয়ে সর্বস্তরের মানুষ অংশ নেবে এই র্যালিতে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
গাজায় ইসরাইলি আগ্রাসন ও ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠেয় র্যালি নিয়ে এরই মধ্যে সারা দেশে ব্যাপক সাড়া পড়েছে। গতকাল জুমার নামাজের খুতবায় প্রতিটি মসজিদ থেকে ‘মার্চ ফর গাজা’ র্যালিতে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, তাদের র্যালিতে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জমায়েত হবে। তারা মনে করেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সব রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন।
বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ দেশের প্রায় সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আলেম-ওলামা এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচি ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ প্রমুখ নেতারা দলে দলে এ কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শান্তিপূর্ণ র্যালিসহ শনিবার বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবেন। বেলা ২টায় মিছিলসহ পাঁচটি স্টার্টিং পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের তিনটি প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করবেন। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে বক্তব্যকে প্রাধান্য দেওয়া হবে না। বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় ঘোষণাপত্র পাঠ করা হবে। শপথ গ্রহণ করা হবে।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঘিরে এর অন্যতম উদ্যোক্তা ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ গতকাল তার ফেসবুকে পেজে পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন। সেখানে সব শ্রেণি-পেশা-দল-মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থেই অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বারপ্রান্তে রয়েছেন উল্লেখ করে সবাইকে সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রেখে নিজের অনুষ্ঠান মেনে কর্মসূচি সফল করার সংকল্পে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন।
কর্মসূচিটি প্রথমে শাহবাগ থেকে মানিক মিয়া অভিমুখে অনুষ্ঠানের কথা থাকলেও আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ও পরীক্ষার বিষয়টি বিবেচনা করে স্থান পরিবর্তন করা হয়েছে। আয়োজকরা বলেন, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে আসা অতিথিদের চলাচলের পথ সুগম করতে ‘মার্চ ফর গাজা’র জনসমাগমের অভিমুখ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে পরিবর্তন করা হয়েছে। পদযাত্রা শেষে রাজপথগুলোর পরিবর্তে উদ্যানের বিস্তৃত পরিসরে অবস্থানের স্বার্থে স্থান পরিবর্তন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
কর্মসূচি সফল করার জন্য আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ফেসবুক পেজ থেকে কয়েকদিন ধরে প্রচার চালানো হয়েছে। সেখানে এই কর্মসূচির পক্ষে সংহতি জানিয়ে পরিচিত আলেম ও সেলিব্রিটিদের ভিডিও বার্তাও পোস্ট করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস নদভী ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ফুরফুরা দরবার শরিফের পীর শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী, জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) সভাপতি ও গুলশান মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল রহিম আল মাদানী, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, বিশিষ্ট ওয়ায়েজ ড. আবুল কালাম আজাদ বাশার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ শামছুল আলম, আরজে কিবরিয়া, বিশিষ্ট স্কলার মাওলানা ওবায়দুল্লাহ হামজা, ড. মুখতার আহমদ, ইসলামি আলোচক মাওলানা ফখরুদ্দিন আহমদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, রাজনৈতিক বিশ্লেষক ড. ফয়জুল হক, ইসলামিক স্কলার ড. হারুন আজিজী নদভী, শায়খ ওসমান গনি সালেহী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি আরিফ বিন হাবিব, ড. মুফতি ইউসুফ সুলতান, মুফতি শামসুদ্দোহা আশরাফী, শায়খ আব্দুল হাই সাইফুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, আন্তর্জাতিক কারী শায়েখ আহমেদ ইউসুফ আল আজহারি, জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা লালখান বাজার, চট্টগ্রামের মুফতি হারুন ইজহার, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতি কিফায়াতুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের সমন্বয়ক মাওলানা মাসউদ হোসাইন আল কাদেরী, জামিয়া ইসলামিয়া দারুল উলুমের (ঢাকা) মুহতামিম মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা গাজী মুহাম্মদ সানাউল্লাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা ইয়াহইয়া তাকী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, গণপরিষদ আন্দোলনের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, আস-সুন্নাহ ট্রাস্টের উসামা খোন্দকার, মাস্তুল ফাউন্ডেশনের কাজী রিয়াজ রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, জেকে লাইফস্টাইলের চেয়ারম্যান ডা. জাহাঙ্গীর কবির, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) একাত্মতা ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ বহু রাজনীতিবিদ, ইসলামিক বক্তা, শিক্ষক, খেলোয়াড়সহ অনেকের কর্মসূচি সফল করতে ভিডিও বার্তা দিয়েছেন। তারা নিজেরা এই কর্মসূচিতে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।
ভিডিও বার্তায় মাওলানা মিজানুর রহমান আজহারী মার্চ ফর গাজায় উপস্থিত থাকার ইচ্ছাপোষণ করে বলেন, “প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ নামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।”
ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ ভিডিও বার্তায় বলেছেন, ‘শতাব্দীর এ বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। ইনশাআল্লাহ আমি নিজেও এতে অংশ নেব।’ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে ভিডিও বার্তায় জানিয়েছেন।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ডও শেয়ার করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘মার্চ ফর গাজা’য় উপস্থিত থাকবেন এবং সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।’
ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের মিডিয়া সমন্বয়ক শেখ ফজলুল করীম মারুফ আমার দেশকে বলেন, আমরা আশা করি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কর্মসূচি হতে যাচ্ছে। যেসব রাজনৈতিক দল ও সংগঠন এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ও এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন, তাদের সবাই আলাদাভাবে কর্মসূচি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান পরিপূর্ণ করার সক্ষমতা রাখেন। সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে কর্মসূচিটি করলে জনতার উপস্থিতি কতটা হবে তা বলার অপেক্ষা রাখে না। কাজেই আমরা প্রত্যাশা করি ‘মার্চ ফর গাজা’ জমায়েতের দিক থেকে সব রেকর্ড ভেঙে ফেলবে।
তিনি জানান, এটি হবে স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ কর্মসূচি। সবাই স্বপ্রণোদিত হয়ে এ কর্মসূচি সফল করবেন। কর্মসূচির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন যোগদান করা উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। যাতে কেউ নাশকতা করতে না পারে, সে জন্য অনুষ্ঠানস্থলসহ তার আশপাশ ও ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের বক্তব্য
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের পক্ষ থেকে চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষ রাজপথে প্রতিবাদ জানাচ্ছেন। বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে গাজায় চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এই ধারাবাহিকতায় প্যালেস্টাইন সলিডারিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
র্যালির স্টার্টিং পয়েন্টগুলো
স্টার্টিং পয়েন্ট ১: বাংলামোটর থেকে মিছিল শুরু করে শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট দিয়ে প্রবেশ করবে। স্টার্টিং পয়েন্ট ২: কাকরাইল মোড়ে মিছিল শুরু করে মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। স্টার্টিং পয়েন্ট ৩: জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু করে দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে প্রবেশ। স্টার্টিং পয়েন্ট ৪: বখশীবাজার মোড় থেকে মিছিলসহ কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে প্রবেশ করবে এবং স্টার্টিং পয়েন্ট ৫: নীলক্ষেত মোড় থেকে মিছিলসহ ভিসি চত্বর হয়ে টিএসি গেট দিয়ে প্রবেশ করবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার্থীদের জন্য সব রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। তাদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যে কোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের নির্বাচারে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৪ মিনিট আগেরাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।
১ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ওয়ার্ডের বেরাইদ এলাকায় সাত কিলোমিটার রাস্তার উন্নয়ন ও নির্মাণকাজের শেষ পর্যায়ে ত্রুটি পেয়ে ক্ষিপ্ত হলেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
১৪ ঘণ্টা আগেপতিত আওয়ামী সরকারের সময়ে ফ্যাসিবাদের থাবা থেকে রেহাই পায়নি রাজধানীর ঐতিহ্যবাহী গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটি।
১৫ ঘণ্টা আগে