Ad T1

‘ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না, লুটেরা-মাফিয়া শ্রেণি আসে’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২০: ৩২
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২১: ২১
ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে না, ভোটে লুটেরা মাফিয়া শ্রেণি আসে বলে মন্তব্য করেছেন কবি ও ভাবুক ফরহাদ মজহার।
শুক্রবার 'গণমানুষের জাগ্রত জুলাই' শীর্ষক জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, কমিউনিটি যখন দাঁড়িয়ে যায়, এলাকা যখন দাঁড়িয়ে যায় তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে। ভোট দিয়ে হয় না, ভোটে লুটেরা মাফিয়া শ্রেণি আসে। গণতন্ত্র কায়েম হয় যখন আমরা বুঝবো এই কমিউনিটি সবচেয়ে শক্তিশালী, কমিউনিটি তে থাকতে হবে, কমিউনিটির সিদ্ধান্তে এই এলাকায় উন্নয়ন হবে, কমিউনিটি যেমনি করে চায় তেমনি করে হবে। কমিউনিটি খুব ভাল করে বুঝে কোনটা তার ভাল, কোনটা তার খারাপ।
শক্তিশালী বাংলাদেশ গঠন করতে জনগণকে লাগবে উল্লেখ করে এই রাষ্ট্রচিন্তক বলেন, জনগণকে বাদ দিয়ে উপর থেকে চাপ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না। আমাদের উপদেষ্টা ফারুকী (সংস্কৃতি উপদেষ্টা) এটা খুব ভাল করে বুঝেন যে, জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না।
জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি ও ভাবুক ফরহাদ মজহার, মিরপুরে আন্দোলনে আহত মাহফুজুর রহমান, আবুল বাসার সোহেল, সম্মুখ সারির যোদ্ধা আলী নুর, কবি নকিব মুকশি, হাসনাত শোয়েব, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের সদস্য তৌফিক হাসান, উদয় হাসান ও মিলন হোসেন প্রমুখ।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত