আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা আরমান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা আরমান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার নাম আরমান মিয়া। তিনি ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

বিজ্ঞাপন

গতকাল শনিবার বিকেলে আজিমপুর সুপার মার্কেট থেকে গ্রেপ্তার করে তাকে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, আজিমপুর কবরস্থানের ঠিকাদার সুমন চৌধুরীর কাছে আরমান মিয়ার নেতৃত্বে একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না চাইলে ব্যবসা বন্ধ করে এলাকা ছেড়ে দিতে হুমকি ও প্রাণনাশের ভয় দেখানো হয়।

গত ২৬ অক্টোবর বিকেলে চক্রটি ঠিকাদার সুমনকে গালাগালি ও হুমকি দেয় এবং পরে সুপার মার্কেটের নিচ তলায় আরমানের অফিসে নিয়ে গিয়ে মারধর করে। এ ঘটনায় কয়েকদিন ভয়ে ঠিকাদার এলাকা ছেড়ে থাকতে বাধ্য হন। এরপর পরিবারের সদস্যদের পরামর্শে কয়েকদিন পর থানায় একটি মামলা করেন সুমন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান আমার দেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন