আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরে সেনাবাহিনী সহায়তা করেছে

আমার দেশ অনলাইন

অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরে সেনাবাহিনী সহায়তা করেছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে সেনাবাহিনী সহায়তা করেছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখিয়েছে। সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, সেনা কর্মকর্তাদের পক্ষে আজ কোনো জামিন আবেদন দাখিল করা হয়নি। আইন অনুযায়ী অভিযুক্ত সেনা কর্মকর্তাদের স্ট্যাটাস নির্ধারণ করা হবে। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে তা নির্ধারণ করবে সরকার।

এর আগে, সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গুমের অভিযোগে করা দুটি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আর গত বছরের ১৮ ও ১৯ জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা মামলায় শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন