আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অচলাবস্থার অবসান, রোববার থেকে চলবে সাইবার ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার

অচলাবস্থার অবসান, রোববার থেকে চলবে সাইবার ট্রাইব্যুনাল

অবশেষে নিরসন হয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের অচলাবস্থা। প্রায় সপ্তাহজুড়ে চলা আইনজীবীদের বয়কট আন্দোলন বৃহস্পতিবার রাতে অবসান হয়।

রোববার থেকে আগের মতোই চলবে ট্রাইব্যুনালের কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও আইনজীবী সমিতির নেতাদের যৌথ আলোচনার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বর্জনের ঘোষণা থেকে সরে দাঁড়ান আইনজীবীরা। গত রাতে বৈঠকে বিচারক-আইনজীবীদের মাঝে ভুল বোঝাবুঝির বিষয়টিও মীমাংসিত হয়।

ঘটনার সূত্রপাত ৬ ফেব্রুয়ারি। এক আসামির জামিন নামঞ্জুর করায় বিচারকের প্রতি ক্ষোভ ঝাড়েন আসামিপক্ষের আইনজীবীরা। এ সময় এজলাস ছেড়ে খাস কামড়ায় চলে যান বিচারক। বিষয়টি চরম পর্যায়ে পৌঁছালে গত সোমবার থেকে অনেকটা অচল হয়ে পড়ে সাইবার ট্রাইব্যুনালের কার্যক্রম ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন