বিশেষ প্রতিনিধি
ঢাকার গুলশানে অবৈধভাবে কোটি টাকার ফ্ল্যাট দখলের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করা হয়। এরআগে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে অব্যহতি নেন টিউলিপ।
দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলামের দায়ের করা এ মামলার এজাহারে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নেন ও পরে নিজের নামে রেজিস্ট্রি করে নেন টিউলিপ সিদ্দিক। মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনকেও আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে দুদক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সরকার থেকে ইজারা নেওয়া জমিতে জালজালিয়াতির মাধ্যমে এই ভবন তৈরি করা হয়েছে। সেই ভবন থেকে অবৈধভাবে ফ্ল্যাট দখল করেন টিউলিপ সিদ্দিক। অপর দুই আসামী তাকে ফ্ল্যাট দখল ও নিজের নামে রেজিস্ট্রি করে নিতে সহযোগিতা করেছেন।
তিনি বলেন, দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্ব ৭ সদস্যদের একটি অনুসন্ধান টিম টিউলিপসহ অপর দুই আসামির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পেয়েছে। এর ভিত্তিতে এ মামলা করা হয়েছে বলে জানান আক্তার হোসেন।
এর আগে গত ১০ মার্চ পূর্বাচলে অনিয়মের মাধ্যমে ৬০ কাঠার সমপরিমাণ প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তাদের পরিবারের সদস্যদের নামে অভিযোগপত্র দিয়েছেন তদন্ত কর্মকর্তা। এ অভিযোগপত্রের ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনী ও যুক্তরাজ্যের সাবেক শ্রমমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল। পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে শুনানিতে তিনি যদি হাজির না হন তাহলে এ নোটিশ জারি করা হতে পারে। চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত আদালত টিউলিপকে সময় বেধে দিয়েছেন। এরমধ্যে উপস্থিত না হলে ইন্টারপোলের সহায়তা চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা।
টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন করা হতে পারে জানিয়ে দুদকের ওই কর্মকর্তা বলেছেন, যদি অভিযুক্ত টিউলিপ না আসেন এবং আদালতে আত্মসমর্পণ না করেন তাহলে দুদক বাংলাদেশ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেবে।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য ১৯২৮ সাল থেকে ইন্টারপোলের একজন সম্মানিত সদস্য হিসেবে রয়েছে। যেহেতু অভিযুক্ত অনুপস্থিত। তাই তাকে একজন পলাতক আসামী হিসেবে বিবেচনা করা হবে। বাংলাদেশও ইন্টারপোলের সদস্য। আমরা তাদের টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে বলব।
দেড় ঘণ্টার ম্যাজিক দেখাল দেশের শেয়ারবাজার। আর এ ম্যাজিকে ধারাবাহিক পতন থেকে অবশেষে বের হতে সক্ষম হলো বাজার। গতকাল সপ্তাহের প্রথমদিনের লেনদেন শেষে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধিতে সূচক বেড়েছে প্রায় ২৩ পয়েন্ট।
৩ মিনিট আগেজাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন রিপোর্ট অফিসের সাবেক পরিচালক অর্থনীতিবিদ ড. সেলিম জাহান বলেছেন, দেশের ভৌত অবকাঠামোর উন্নয়ন হলেও কাঙ্ক্ষিত সামগ্রিক উন্নয়ন এখনও অর্জিত হয়নি।
২৮ মিনিট আগেক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ২২ জনকে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ।
২ ঘণ্টা আগেচাঞ্চল্যকর একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি হবে আগামী ৪ মে।
৭ ঘণ্টা আগে