আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রোববার থেকে ঢাবির ক্লাস অনলাইনে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

রোববার থেকে ঢাবির ক্লাস অনলাইনে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে রোববার (৩০ নভেম্বর) থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, রোববার থেকে প্রতিটি বিভাগীয় চেয়ারপার্সন ও ইনস্টিটিউট পরিচালক সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস নেয়ার কার্যক্রম শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই অনলাইন শিক্ষাক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এদিকে সাম্প্রতিক ভূমিকম্প ও আফটারশকের ফলে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোর সংস্কারে পরবর্তী পদক্ষেপ নিতে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিম কাজ করছে। তাদের সুপারিশের ওপর ভিত্তি করে শীতকালীন ছুটির সিদ্ধান্তের পর জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন