আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

আমার দেশ অনলাইন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস। ছবি: আমার দেশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। এর মধ্যদিয়ে দু মাসেরও কম সময়ের ব্যবধানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন