আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া সেই শান্তা জকসুতে জয়ী

আমার দেশ অনলাইন

‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া সেই শান্তা জকসুতে জয়ী
ছবি: আমার দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে মোট ২১টি পদের ১৬টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। এতে জয় পেয়েছেন ‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া ইনকিলাব মঞ্চের সেই শান্তা আক্তার। ৩ হাজার ৫৫৪ ভোট পেয়ে তিনি সদস্য পদে জয় পেয়েছেন।

বুধবার মধ্যরাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে মাসুদ রানা।

৩৮ কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে—ভিপি পদে শিবিরের মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

এছাড়া জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট, ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। আর এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট, অপরদিকে ছাত্রদল প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন