ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইতিহাস গড়ার পথে ইসলামী ছাত্রশিবির। মোট আটটি কেন্দ্রের মধ্যে পাঁচ কেন্দ্রেই এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের প্রার্থীরা।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের সাদিক কায়েম পেয়েছেন ১১১৪ ভোট। আবিদুল ইসলাম ৪৩৪।
ঘোষণা অনুযায়ী এই কেন্দ্রে ডাকসুর ভিপি পদে শিবিরের আবু সাদিক কায়েম ১১১৪ ভোট পেয়েছেন। এ ছাড়া আবিদুল ইসলাম ৪৩৪; উমামা ফাতেমা ৪০৩; শামীম হোসেন ৪১২; আবদুল কাদের ৫৯ ও বিন ইয়ামিন মোল্লা ৪ ভোট পেয়েছেন।
এই কেন্দ্রে জিএস পদে এসএম ফরহাদ ৮১৪; মেঘ মল্লার বসু ৫১৭; আবু বাকের মজুমদার ১৩২ ও তানভীর বারী হামীম ৩১২ ভোট পেয়েছেন।
কার্জন হল কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কার্জন হল কেন্দ্রে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিম কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন।
ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ৩৭২১ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৯৪৪ ভোট।
বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। আর আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১টি ভোট।
কবি সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এ হলে পেয়েছেন ৪২৩ ভোট। আবিদুল সুফিয়া কামাল হল কেন্দ্রে চতুর্থ স্থানে রয়েছেন।
ফজলুল হক মুসলিম হলেও ৮৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম। এ হলটিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ১৮১টি ভোট পেয়েছেন।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলেও এগিয়ে সাদিক কায়েম। হলটিতে তিনি পেয়েছেন ৯৬৬ ভোট। আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট।
টিএসসি কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে(রোকেয়া হল) ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। মোট ভোট কাস্ট হয়েছে ৩৬৭৫ টি।
ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম পেয়েছেন ৬৮৪ ভোট। আর ছাত্রদল সমর্থিত পেয়েছেন ৫৭৫ ভোট।
জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১১২০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মেঘমল্লার বসু পেয়েছেন ৭৮০ ভোট এবং আরাফাত পেয়েছেন ৬৬৪ ভোট।
এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ১২২৪ ভোট, যেখানে মায়েদ পেয়েছেন ৪৭৪ ভোট।
ভূতত্ত্ব কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ভোট গণনা শেষে সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে। ভূতত্ত্ব কেন্দ্রে ফলাফলে দেখা যায় এগিয়ে রয়েছেন সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১২৭০ ভোট। আবিদ পেয়েছেন ৪২৩ ভোট। উমামা পেয়েছেন ৫৪৭ ভোট। আর শামিম পেয়েছেন ৪৮৫ ভোট। আর কাদের পেয়েছেন মাত্র ৫৫ ভোট।
শারীরিক শিক্ষা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জগন্নাথ হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ১২৭৩ ভোটে এগিয়ে আছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের সাদিক কায়েম পেয়েছেন ১০ ভোট।
এ হলে স্বতন্ত্র ঐক্যের উমামা ফাতেমা পেয়েছেন ২৭৮ ভোট। এছাড়া বাগছাস সমর্থিত প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ২১ ভোট।
তবে এই হলে কেন্দ্রে ডাকসুর জিএস পদে এগিয়ে রয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু। তিনি পেয়েছেন ১১৭০ ভোট। ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৩৯৮ ভোট। শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ৫, বাকের ২৭, আরাফাত ১৬৯, হামীম ৩২৮ ভোট পেয়েছে। এজিএস পদে মহিউদ্দিন খান ৭, আশরেফা ১৪, মায়েদ ১১০৭, তাহমীদ ৬৪ ও জুবেল ২৪২ ভোট পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জহুরুল হক হলে ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরাই এগিয়ে রয়েছেন।
ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন ৩১৪ ভোট।
জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ৬৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হামিম পেয়েছেন ৪০৯ ভোট এবং মেঘমল্লার বসু পেয়েছেন ১৪০ ভোট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হলেও ভিপি পদে এগিয়ে রয়েছেন শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম।
সাদিক কায়েম পেয়েছেন ৩০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল পেয়েছেন ১১০ ভোট। এ ছাড়া উমামা- ৩৪, কাদের- ২১, বিন ইয়ামিন ৬, শামীম ৫০টি ভোট।
জিএস পদে ফরহাদ ২৩৭, আরাফাত ৬৬, মেঘমল্লার ৪১, আবু বাকের ১৮, হামীম ১২৪টি ভোট।
সাদিক কায়েম মোট ভোট পেয়েছেন: ৮৭৮৬ আর আবিদ মোট ভোট পেয়েছেন ৪০৭৩।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

