আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোট গ্রহণের সময় শেষ হলেও কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন

প্রতিনিধি, জাবি

ভোট গ্রহণের সময় শেষ হলেও কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে সকাল থেকে গ্রহণের কার্যক্রম চলছে। শুরুর দিকে কেন্দ্রগুলো ভোটার শূন্য থাকলেও শেষ সময়ে এসে কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন প্রত্যক্ষ করা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা বারোটা পর্যন্ত ভোট কেন্দ্রগুলো অনেকটাই ভোটার শূন্য থাকলেও এরপর থেকে ভোটারদের উপস্থিতি বেড়েছে।

বিজ্ঞাপন

বিশেষ করে ১ হাজার করে ভোটার থাকা ৬টি কেন্দ্রে বেলা দুইটা থেকে দীর্ঘ লাইন প্রত্যক্ষ করা গেছে।

JU Vote 1

লাইনে দাঁড়িয়ে থাকা একজন ভোটার বলেন, খুবই উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেখে আমরা উচ্ছ্বাসিত।

এদিকে কাজী নজরুল ইসলাম হল, ২১ নং হল ও শহীদ তাজউদ্দীন আহমেদ হল কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রতিটি হল কেন্দ্রে প্রায় দুই শতাধিক করে ভোটারের উপস্থিতি দেখা গেছে। এদের ভোট গ্রহণ করতে পেরিয়ে যাবে ভোটের জন্য নির্ধারিত সময়।

কয়েকটি হলে কেন্দ্রের রিটার্নিং অফিসারদের সাথে কথা বলে জানা যায়, যারা ৫টার মধ্যে যারা লাইনে থাকবে তাদের ভোট নেওয়া হবে যত সময়ই লাগুক।

এই প্রতিবেদন লেখা সময় পাঁচটা বেজে দশ মিনিট। এখনো কাজী নজরুল ইসলাম কেন্দ্রের বাইরে দুই শতাধিক ভোটার লাইন ধরে থাকতে দেখা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...