হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিস ভাঙচুরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ আল্টিমেটাম দেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. তানভীর হোসাইন।
লিখিত বক্তব্যে তানভীর হোসাইন বলেন, ৩০ জুন ২০২৫ হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসকক্ষে ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে যে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এর পেছনে কারণ ছিলো—অবৈধভাব হলে ওঠা সংক্রান্ত সংবাদ, যা তথ্যভিত্তিক ও সত্যনিষ্ঠভাবে আমাদের সদস্যরা রিপোর্ট করেছিলেন। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের সংগঠনকে হুমকি, কটাক্ষ এবং অপমানজনক পোস্টের মাধ্যমে অপদস্থ করার অপচেষ্টা চালানো হয়। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের অফিসকক্ষে সরাসরি হামলার মাধ্যমে।
এই ঘটনা শুধু একটি সংগঠনের ওপর হামলা নয়, এটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ছাত্র সমাজের গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত।
সাংবাদিকদের কণ্ঠরোধ করার এই হুমকি ও হামলায় আমরা বিচলিত নই। বরং সত্য ও নিরপেক্ষতার প্রতি আমাদের দায়বদ্ধতা আরও দৃঢ় হয়েছে।
প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শামীম আশরাফীসহ বাকিদের শনাক্ত করে যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থাগ্রহণ করতে হবে।
ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের মৌলিক দায়িত্ব। আমরা আশা করি, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সচেতন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
বক্তব্য পাঠ শেষে আইনানুগ কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, ইতোমধ্যেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি৷ পাশাপাশি আমরা মামলা করবো, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

