Ad T1

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ

প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৩: ৪২
কৃষি গুচ্ছভুক্ত (৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (১২ এপ্রিল)। দেশব্যাপী ৯টি মূল কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা চলবে।
কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন জানান, এ বছর মোট আসন সংখ্যা ৩ হাজার ৮৬৩টি এবং আবেদন করেছে ৯৪ হাজার ২০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাদের মধ্যে ৪৬ হাজার ৯৩২ জন ছাত্র ও ৪৭ হাজার ৮৮ জন ছাত্রী। প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন গড়ে ২৫ জন শিক্ষার্থী।
পরীক্ষা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশের আগে পর্যবেক্ষণ করা হবে যাতে কেউ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা নিষিদ্ধ উপকরণ সঙ্গে না আনতে পারে।
বাকৃবি’র প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, প্রশ্নফাঁস ও পরীক্ষায় অসদুপায় ঠেকাতে সার্বক্ষণিক তদারকি থাকবে। প্রতিটি কেন্দ্র ও উপকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানো নিশ্চিত করতে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা রাখা হয়েছে, যাতে প্রশ্নপত্রের গন্তব্য ও অগ্রগতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যায়।
কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে দেশের ৯টি কৃষিভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয়- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত