আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সূর্যসেন হল ছাত্রদলের ইশতেহারে গোলমাল

প্রতিনিধি, ঢাবি

সূর্যসেন হল ছাত্রদলের ইশতেহারে গোলমাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সূর্যসেন হল ছাত্রদল ঘোষিত ইশতেহারে গোলমালের অভিযোগ উঠেছে। হলের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে 'বিজয় একাত্তর হল এলামনাই এসোসিয়েশন' গঠন করবে বলে উল্লেখ করেছে ছাত্রদল সমর্থিত সূর্যসেন হলের প্রান্ত-লিয়ন-গালিব পরিষদ।

বুধবার ঘোষিত ইশতেহারের ১২ নম্বর দফায় এই বিষয়টি উল্লেখ করা হয়। তবে বিজয় একাত্তর হল সূর্যসেন হল থেকে সম্পূর্ণ আলাদা একটি হল।

বিজ্ঞাপন

ইশতেহার
ইশতেহার

একইভাবে, তাদের ইশতেহারের ৬ নম্বর দফায় বলা হয়েছে বিদ্যমান পদ্মা ও যমুনা ব্লকের রিডিং রুমকে স্থানান্তর করে বিলুপ্ত মেঘনা গণরুমকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন রিডিং রুমে রূপান্তর করা হবে। কিন্তু পদ্মা, যমুনা ব্লক ও মেঘনা গণরুম সবকটিই বিজয় একাত্তর হলে অবস্থিত, সূর্যসেন হলে নয়।

এছাড়া, ইশতেহারের ৪ নম্বর দফায় জুলাই গণঅভ্যুত্থানে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের অবদান সংরক্ষণের জন্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

এ নিয়ে সূর্যসেন হল সংসদের ভিপি পদে ছাত্রদল মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন প্রান্ত বলেন, “এটা মিস্টেক ছিল। বিকেলের মধ্যেই পুনঃরায় সংশোধন করে শিক্ষার্থীদের কাছে ইশতেহার নতুন করে আবার পৌঁছে দেওয়া হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন