নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহণ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০: ৪৯
নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ভোট দেওয়া বাংলাদেশি প্রবাসীদের একাংশ। ছবি : ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট পার্টি সমর্থিত জোহরান মামদানি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ভোট চলে রাত ৯টা পর্যন্ত। ভোট শুরুর মুহূর্ত থেকে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

ধারণা করা হচ্ছ, বিগত নির্বাচনগুলোর তুলনায় এ বছর বাংলাদেশি সম্প্রদায়ের ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। যদিও এ সংক্রান্ত কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিন পরিবারের সব সদস্যকে নিয়ে ভোটকেন্দ্রে আসেন বাংলাদেশি অভিবাসীরা। নারী, পুরুষ, তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে আবার শিশুদের সঙ্গে নিয়ে এসেছেন ভোট দিতে।

নতুন প্রজন্মের তরুণ প্রতিনিধি জোহরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর কারণে নির্বাচনে গুরুত্বও বেড়েছে বেশ কয়েক গুণ। ভোট দেওয়ার ক্ষেত্রে মেয়র প্রার্থীদের দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতিগুলো মাথায় রেখেছেন বাংলাদেশি তরুণ, শ্রমজীবীরা।

এসব প্রতিশ্রুতির মধ্যে গুরুত্ব পাচ্ছে বাড়ি ভাড়া বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, আইনশৃঙ্খলার অবনতির মতো বিষয়গুলোর সমাধান। নির্বাচিত মেয়র আগামী ৪ বছর নিউ ইয়র্ককে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন জনগুরুত্ব বিবেচনায় মানবিক উন্নয়নে কাজ করবেন বলে আশা ভোটারদের।

এক বয়োজ্যেষ্ঠ বাংলাদেশি নারী ভোটার বলেন, তার (মামদানি) সবকিছু দেখে আমরা খুশি। তিনি আমাদের এশিয়ার লোক। তিনি নারীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তার সঙ্গে থাকা আরেক নারী বলেন, আমাদের দাবিগুলো একজন প্রতিনিধির মাধ্যমেই জানাতে পারব। তাই সবাই ভোট দেবেন। সূত্র : টিবিএন২৪

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত