Ad T1

ফুসতাত থেকে দুবাই (পর্ব-৩)

এহসানুল হক জসীম
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৪২

এ শহরে এক বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, সেদিন ২৪ ঘণ্টায় তার সমপরিমাণ বা কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে। মরুর দেশ হিসেবে এটা ভারী বৃষ্টিপাত শুধু নয়, অতি ভারী বৃষ্টিপাত। ফলে তেল দিয়ে উন্নতির শিখরে আরোহণ করা আজকের চকচকে পর্যটন শহর ও বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্র দুবাই অনেকটা থমকে যায়। এ অবস্থায়ও জরুরি পরিষেবাগুলো যথারীতি কাজ করে। যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় দুবাইয়ের শহুরে জীবনে, তা স্বল্পস্থায়ী। রানওয়ে পানির নিচে চলে যাওয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছিল। অনিন্দ্য সুন্দর শপিং মলে সিলিং দিয়ে বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল এবং আকাশচুম্বী কিছু কিছু ভবনের লিফট সার্ভিসও বন্ধ হয়ে গিয়েছিল। সেদিন অবরুদ্ধ রাস্তার কারণে বাসায় ফিরতে না পেরে কোথাও কোথাও কিছু কিছু ড্রাইভার তাদের গাড়িতেই ঘুমিয়ে পড়েন। সেই বৃষ্টির পানি দুবাই শহরের বিভিন্ন রাস্তায় কয়েক দিন পর্যন্ত জমাটবদ্ধ থাকে। সপ্তাহখানেক লাগে ভোগান্তি কমে আসতে।

দুবাই শহরের রাস্তাগুলো অনেক বড়। সর্বোচ্চ উন্নত প্রযুক্তির ব্যবহার রয়েছে। একাধিক লেনের রাস্তা। শেখ জায়েদ রোড এই শহরের প্রধান রাস্তা, ১৬ লেনের রাস্তা। দুবাই নগরীর প্রধান ধমনি বলা হয় এই রাস্তাকে। এর দুই পাশে রয়েছে জ্বলজ্বলে কাচের আকাশচুম্বী সারিবদ্ধ অট্টালিকা। এই রাস্তারও বিভিন্ন অংশে গাড়ি পানিতে ডুবে যায় বৃষ্টিপাতের পর। অনেক গাড়ি পানিতে ভেসেও যায়। অধিক বৃষ্টির পানি চলে যাওয়ার সুযোগ খুব একটা নেই। মেশিন দিয়ে রাস্তা থেকে কয়েক দিনে পানি সরানো হয়।

পশ্চিমা এবং রাশিয়ান দর্শনার্থীদের জনপ্রিয় গন্তব্য দুবাই মেরিনার কাছাকাছি অনেক রেস্তোরাঁ এবং কফি শপের আসবাবপত্র বৃষ্টির সময় স্রোতে ভেসে যায়। বৃষ্টির পর শহরের কোথাও কোথাও ময়লার ভাগাড় তৈরি হয়। পরিচ্ছন্ন এই নগরীর কাঁচাবাজার থেকে শুরু করে সবকিছুই পরিচ্ছন্ন। আল আওয়ির কেন্দ্রীয় ফল ও সবজি মার্কেট, যা বাংলাদেশি অভিবাসীদের কাছে আবির মার্কেট হিসেবে পরিচিত, ২১ এপ্রিল ২০২৪ সন্ধ্যায় গিয়ে দেখলাম, কোথাও কোথাও ময়লার স্তূপ পড়ে আছে। এর আগের সপ্তাহে ময়লার ভাগাড় দূরের কথা, একটু অপরিচ্ছন্নতাও পরিলক্ষিত হয়নি। আমাদের প্রতিবেশী দুবাই প্রবাসী ছয়ফুল আলম (পিতা: ইসরাক আলী, সাং: ব্রাহ্মণগ্রাম, কানাইঘাট ও সিলেট) এবং রফিক আহমদ (পিতা: আব্দুল হান্নান) বললেন, বৃষ্টির পর অনেক রাস্তায় পানি জমে থাকার কারণে ময়লা সরায়ে নিতে পারছে না কর্তৃপক্ষ, বিশেষ করে ময়লা নেওয়ার গাড়ি আসতে পারছে না। রফিক ভাই দুবাই শহরে আছেন ৩৫ বছরেরও বেশি সময় ধরে। তিনি জানালেন, দুবাইয়ে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি তিনি এই প্রথম প্রত্যক্ষ করলেন। ইন্টারন্যাশনাল সিটি এলাকার সীমানার সঙ্গে আবির মার্কেট অবস্থিত হওয়ায় রেকর্ড বৃষ্টিপাতের পাঁচ দিন পর সেখানে যেতে পেরেছিলাম, অন্যত্র যেতে আরও দু-এক দিন সময় লাগে।

বাংলাদেশ থেকে প্রতিদিনই দুবাইতে ফ্লাইট যায়। দুবাই হয়ে অনেক কানেক্টিং ফ্লাইটও থাকে। বিশ্বের অন্যতম বৃহৎ এবং ব্যস্ততম দুবাই বিমানবন্দর। বিশ্বের বেশিরভাগ এয়ারলাইনস এই বিমানবন্দরকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করে। ফলে ওখানে অসুবিধা মানে অন্য অনেক দেশের পাশাপাশি ওখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও সুদূর বাংলাদেশেও এর প্রত্যক্ষ প্রভাব পড়ে। রেকর্ড বৃষ্টিপাতের কারণে দুবাই ও শারজাহ এয়ারপোর্ট সাময়িক বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে বহু ফ্লাইট বাতিল হয়। একসঙ্গে অনেক সংখ্যক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ার ঘটনা এর আগে খুব কমই ঘটেছে। দুবাই শহরে অত্যাধুনিক অবকাঠামো থাকা সত্ত্বেও বৃষ্টিপাতের তীব্রতা অপ্রতিরোধ্য হয়। কর্তৃপক্ষকে ভাবিয়ে তোলে। এই এক দিনের অধিক বৃষ্টিপাতের কারণে যানবাহন, অবকাঠামো ও সহায়-সম্পত্তির ব্যাপক ক্ষতি হওয়ার ফলে বিমা দাবির পরিমাণ দশগুণ বেড়ে যায়। মূলত যানবাহনের ক্ষতির কারণে ইন্স্যুরেন্সের দাবি বেশি ছিল। রাস্তায় চলন্ত যানবাহনের ক্ষতি যেমন হয়েছে, তেমনি অনেক জায়গায় পার্কিং করে রাখা গাড়িরও ক্ষতি হয়। এই শহরে যানবাহন, বিশেষ করে প্রাইভেট কারের ব্যবহার খুব বেশি।

দুবাই শহরে জনসংখ্যার একটি অনন্য মডেল বিদ্যমান। এই শহরে বসবাসকারী প্রায় ৩৬ লাখ লোকের মধ্যে ৯২ শতাংশই বিদেশি, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এ শহরে এসেছে বাস করতে বা কর্ম করতে। দুবাই শহরের সৌন্দর্য, এখানকার সুন্দর পরিবেশ, আইনের শাসন, করমুক্ত অবস্থা এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রার লোভে অনেকেই এ শহরের প্রতি আকৃষ্ট। বাংলাদেশেরও কয়েক লাখ লোক দুবাই থাকে। এই শহর এখন বিশ্বের দ্বিতীয় সেরা পর্যটন গন্তব্য। সারা বছর ধরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তৃপ্তিদায়ক খাবার ও মনের মতো শপিং করতে এবং মনোমুগ্ধকর পর্যটন স্পট ঘুরতে পর্যটকদের আগমন ঘটে এ শহরে। দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দুবাই শহরে আগত পর্যটকের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৫৪ লাখ। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৬৮ লাখের কাছাকাছি।

বিষয়:

দুবাই
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত