বিনোদন রিপোর্টার
দখলদার ইসরাইলিদের অব্যাহত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছে বাংলাদেশের জনগণ। বিশ্বের আপামর জনতার সঙ্গে ঘৃণা ও নিন্দা জানানো হচ্ছে বাংলাদেশ থেকেও। কেউ প্রতিবাদ জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ মিছিলে অংশ নিয়ে। এবার গানে গানে ইসরাইলের সেই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন মেধাবী সংগীত পরিচালক জাহিদ নিরব।
‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা, আতিয়া আনিসা ও জাহিদ নিরব। কোরাস অংশে গলা মিলিয়েছেন মাহাভি, নিবিড়, তুষার ও নাঈম।
‘আর কত প্রাণ ঝরলে, থামবে এই অন্যায়/ আর কত নিথর দেহ ভাসবে রক্তের বন্যায়...’। এমন কথার গানটি লিখেছেন তুষার রহমান। সুর ও সংগীতায়োজন জাহিদ নিরবের। গত বৃহস্পতিবার গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জাহিদ নিরবের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
গানটি প্রকাশ করে জাহিদ নিরব লিখেন, ‘গাজার অসহায় মানুষের হয়ে তোলা একটুখানি প্রতিবাদ। তাদের কান্না আমাদের শোনার দায় আছে। তাদের বাঁচানোর চেষ্টায় আমাদের সামান্য কণ্ঠটা যদি কিছু বলতে পারে—সেটাই আমাদের সার্থকতা। গাজার জন্য প্রার্থনা করুন। ন্যায়ের পাশে থাকুন। মানবতার পাশে থাকুন’।
জাহিদ নিরব আরো বলেন, প্রতিবাদের তিনটি ভাষা আছে—একটি হলো নীরবতা, দ্বিতীয়টি হলো শব্দ আর তৃতীয়টি হলো রক্ত। আমরা শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ করেছি। এটা কেবল একটা গান নয়, এটা এক ধরনের আর্তনাদ, এক চিৎকার—নিষ্পাপ শিশুদের, মায়েদের, আর হাজারো নিঃস্ব মানুষের হয়ে। যখন গাজায় প্রতিদিন লাশ পড়ে, তখন আমাদেরও কিছু বলা উচিত। আমরা যুদ্ধ চাই না, চাই না মৃত্যু। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে গলা তো তুলতেই হবে। এই গান সেই সাহসিকতার ছোট্ট প্রকাশ।’
সৎ মায়ের দায়ের করা মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
১ দিন আগেদেশে ফিরে বিশ্রাম নিচ্ছেন অভিনেত্রী ববিতা। চলচ্চিত্র থেকে অবসর নেওয়া এই অভিনেত্রী এখন যাপন করছেন পারিবারিক জীবন। কিছুদিন হলো কানাডা থেকে দেশে ফিরেছেন। গতকাল ফেসবুক আইডিতে দেখা যায় ক্যানুলা ফুটানো একটি হাতের ছবি। তা দেখে ভক্তদের মধ্যে ছড়ায় উদ্বেগ, অভিনেত্রী কি তবে অসুস্থ!
১ দিন আগেজাতিসংঘের শরণার্থী সংস্থা ‘ইউএনএইচসিআর’-এর শুভেচ্ছাদূত এবং বিশেষ দূত হিসেবে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। তিনি ১৯ এপ্রিল ইনস্টাগ্রাম স্টোরিতে গাজা সম্পর্কে একটি প্রতিবেদন শেয়ার করে গাজার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
১ দিন আগেচলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘকে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সংগঠনের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগে