
লিজার মৌসুমি ব্যস্ততা
চলছে স্টেজ শোর মৌসুম। প্রতিবারের মতো এবারের মৌসুমেও দেশের বিভিন্ন অঞ্চলে স্টেজ শো হয়, তবে এবার শোয়ের সংখ্যা তুলনামূলক কম। তবু দেশের বিভিন্ন শহরে গান করে চলছেন বিভিন্ন শিল্পী। তারই ধারাবাহিকতায় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজাও বিভিন্ন স্টেজ শোয় গান করছেন























