আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিপফেক থেকে নিজেকে রক্ষার উপায়

মুহাম্মদ শফিকুর রহমান
ডিপফেক থেকে নিজেকে রক্ষার উপায়

কিছুদিন আগের ঘটনা। জনপ্রিয় অভিনেত্রী মিথিলার একটি ডিপফেক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এর আগেও অনেক রাজনীতিবিদের ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে। আসল আর নকলের পার্থক্য করা যেমন কঠিন, তেমনি ক্ষতিকর তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।

ডিপফেক কী?

বিজ্ঞাপন

সরলভাবে বললে, ডিপফেক হলো নকল ছবি বা ভিডিও, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে তৈরি করা হয়, যাতে তা দেখতে একদম বাস্তব বলে মনে হয়। মূল ব্যক্তির মুখ, কণ্ঠ বা অঙ্গভঙ্গি ব্যবহার করে এমন ভিডিও তৈরি করা হয়, যা অনেক সময় সত্য বলেই ধরে নেয় সাধারণ মানুষ।

যেমন কোনো ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখানো হয়, যা সে বাস্তবে কখনো বলেনি বা করেনি। মুখ, কণ্ঠস্বর ও শরীরের ভাষা এতটাই নিখুঁতভাবে মিলে যায়, যে একজন সাধারণ দর্শকের পক্ষে তা শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে ভুল-ভ্রান্তির সুযোগ এখনো রয়ে গেছে। অনেক সময় দেখা যায়, ডিপফেক ভিডিওতে মুখের গঠনে অস্বাভাবিকতা থাকে, চোখের পলক পড়ে না। কিংবা হাতে পাঁচ আঙুলের বদলে ছয় আঙুল দেখা যায়।

ডিপফেক শব্দটির উৎপত্তি

২০১৭ সালের শেষের দিকে, একজন রেডিট ব্যবহারকারী প্রথম ‘ডিপফেক’ শব্দটি অনলাইনে ব্যবহার করেন। ‘ডিপ লার্নিং’ এবং ‘ফেইক’ শব্দ দুটি একত্রে মিলে ‘ডিপফেক’ শব্দটি গঠিত হয়। এরপর থেকে প্রযুক্তির অপব্যবহারে এটি বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করে। এবার জেনে নিন ডিপফেক দিয়ে ছবি বা ভিডিও তৈরি করা যায় কি না সেটি বোঝার কিছু উপায়।

চোখের পলক অস্বাভাবিক : অনেক ডিপফেক ভিডিওতে চোখ কম পলক ফেলে বা একদমই পলক পড়ে না, কারণ ডাটাসেটে এমন ছবির ঘাটতি থাকে।

মুখ ও কণ্ঠের মিল ঠিক নেই : ঠোঁট নাড়ানো ও কথার শব্দ ঠিকভাবে মিলছে কি না খেয়াল করুন।

চেহারায় বিকৃতি বা কৃত্রিমতা : এ আইয়ের একটা বড় সীমাবদ্ধতা হলো ছবি এলোমেলো করে ফেলে। মুখে আলো পড়া, ত্বকের গঠন, ছায়া ইত্যাদিতে অস্বাভাবিক কিছু চোখে পড়তে পারে। চোখের দৃষ্টি অস্বাভাবিক বা ফোকাসহীন। অনেক সময় চোখ সোজা তাকিয়ে থাকে না, বাস্তবের মতো সাড়া দেয় না। চোখ প্রাণহীন, নকল নকল মনে হয়। বডি ল্যাঙ্গুয়েজ ও এক্সপ্রেশন অপ্রাকৃতিক। মুখ হাসছে, কিন্তু চোখে কোনো অনুভূতি নেই। এমনটা ডিপফেক ভিডিওতে দেখা যায়। ভিডিও কোয়ালিটিতে ঝাপসা ভাব থাকে। মুখের চারপাশে ঘোলাটে ভাব, স্ট্যাটিক, ঝাপসা ইত্যাদি দেখা যেতে পারে। তবে ঘোলাটে ভাব বেশি দেখা যায়। আসল ছবিতে যেভাবে আলো কমবেশি উপস্থিত থাকে। নকল ছবিতে তা থাকে না। ব্যাকগ্রাউন্ড ও মুখ একসঙ্গে না মিলে যাওয়া, ডিপফেক ভিডিওতে মুখ ও ব্যাকগ্রাউন্ডে আলো বা রঙের পার্থক্য থাকতে পারে।

কোনো দৃশ্য বারবার রিপিট হচ্ছে কি না দেখুন। কিছু ফ্রেম বা মুভমেন্ট বারবার ঘুরতে পারে, যা এডিটিংয়ের লক্ষণ। নির্ভরযোগ্য উৎসে ভিডিওটি আছে কি না যাচাই করুন। শুধু ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড দেখে বিশ্বাস করবেন না। এআই ডিপফেক শনাক্তকরণ টুল ব্যবহার করে যাচাই করতে পারেন। যেমনÑসেনসেটি এআই টুল।

ডিপফেক থেকে বাঁচার উপায়

মন চাইল আর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি-ভিডিও সীমিতভাবে শেয়ার করুন। বেশি ছবি ও ভিডিও দিলে ডিপফেক বানানো সহজ হয়। নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো ভিডিও বা তথ্য বিশ্বাস করবেন না। কোনো ভিডিও বা খবর ভাইরাল হলেই বিশ্বাস করবেন না। যাচাই করুন। ফ্যাক্টচেকিং ওয়েবসাইট ব্যবহার করুন। অনেক ওয়েবসাইটে গিয়ে ফ্রি ফ্যাক্ট চেক করা যায়। অস্বাভাবিক চোখের পলক, মুখের অঙ্গভঙ্গি লক্ষ করুন। অনেক ডিপফেকে চোখ কম পলক ফেলে বা অঙ্গভঙ্গি কৃত্রিম মনে হয়। যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিওর উৎস যাচাই করুন। ভিডিওর পোস্ট করা পেজ/ব্যক্তি, তারা আসল কি না খতিয়ে দেখুন। নিজের কণ্ঠ সংরক্ষণে সতর্ক থাকুন। অডিও ক্লোন করেও ডিপফেক বানানো যায়। তাই অডিও রেকর্ড শেয়ার করার ক্ষেত্রে সাবধান। সাইবার সিকিউরিটি সচেতনতা তৈরি করুন পরিবার ও বন্ধুদের মধ্যে। সবাইকে সচেতন করুন, যাতে কেউ প্রতারণার শিকার না হয়। ডিপফেকের বিরুদ্ধে আইন ও অভিযোগ জানাতে জানুন। বাংলাদেশে আইসিটি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী প্রতিকার চাওয়া যায়। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন। ফেসবুক, ইউটিউব বা টিকটকে ডিপফেক ভিডিও দেখলে রিপোর্ট বাটন ব্যবহার করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সভাপতি ড. মিজান ও বিদ্যোৎসাহী প্রতিনিধি লুৎফর

অসুস্থ শিক্ষার্থীর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও প্রবাসীর এক অসাধারণ একতা

কাঁচা পাট রফতানিতে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

এলাকার খবর
খুঁজুন