মোবাইল ফোন নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে দেশে গত ১ জানুয়ারি থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু হয়েছে। এর প্রতিবাদে আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এরপর বেশ কয়েকজন ফোন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এরই ধারাবাহিকতায় রোববার কারওয়ান বাজারে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে মোবাইল ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে এনইআইআর পদ্ধতি বন্ধ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। আর সেই বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
রোববার দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে। সুতরাং বন্ধ হবে না এনইআইআর।
তিনি বলেন, গ্রাহকের হ্যান্ডসেট নিরাপদ রাখতে এনইআইআর পদ্ধতি সচল থাকবে। বিটিআরসিতে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে ।
তিনি আরো বলেন, প্রতি বছর আমদানিকৃত মোবাইল সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে আসছে। এর বড় অংশই নকল, কপি এবং পুরনো সেট, যা কেসিং পরিবর্তন করে গ্রাহকের কাছে নতুন বলে বিক্রি করা হচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া হবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ব্যাপক সংঘর্ষ