আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিদ্যুতের সংকটে সৌরচালিত গ্যাজেট

আরিফ বিন নজরুল

বিদ্যুতের সংকটে সৌরচালিত গ্যাজেট

বিদ্যুৎ না থাকলে আধুনিক জীবনের গতি যেন হঠাৎ থেমে যায়। মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে আসছে, ইন্টারনেট নেই, ল্যাপটপ বন্ধ— এমন পরিস্থিতি এখন দেশের বহু এলাকায় নিয়মিত বাস্তবতা। শহর হোক বা গ্রাম, লোডশেডিং ও বিদ্যুতের সংকট প্রযুক্তিনির্ভর জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ঠিক এই বাস্তবতায় নতুন করে আলোচনায় আসছে সৌরচালিত গ্যাজেট, যা সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎহীন সময়েও ডিজিটাল সংযোগ ধরে রাখার সম্ভাবনা দেখাচ্ছে।

সৌরচালিত গ্যাজেট বলতে অনেকেই শুধু বড় সোলার প্যানেল বা ঘরের ছাদে বসানো সিস্টেমকে বোঝেন। কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে এখন হাতের মুঠোয় ধরা ছোট ছোট ডিভাইসেও সূর্যের শক্তি ব্যবহার করা সম্ভব হচ্ছে। সোলার পাওয়ার ব্যাংক, সৌরচালিত লাইট, সোলার চার্জার, এমনকি ছোট ফ্যান বা রেডিও। এসব গ্যাজেট বিদ্যুৎ না থাকলেও প্রয়োজনীয় কাজ চালিয়ে নিতে সাহায্য করছে। বিশেষ করে, স্মার্টফোন চার্জ রাখার ক্ষেত্রে সোলার পাওয়ার ব্যাংক অনেকের কাছে জরুরি সঙ্গী হয়ে উঠছে।

বিজ্ঞাপন

বিদ্যুৎসংকটের সময় সৌরচালিত গ্যাজেটের সবচেয়ে বড় সুবিধা হলো স্বনির্ভরতা। গ্রিড বিদ্যুতের ওপর পুরোপুরি নির্ভর না করেও প্রয়োজনীয় শক্তি পাওয়া যায়। দিনে সূর্যের আলোয় চার্জ নিয়ে রাতে ব্যবহার করা। এই ধারণা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। দূরবর্তী এলাকা, চরাঞ্চল বা পাহাড়ি অঞ্চলে যেখানে বিদ্যুতের সংযোগ দুর্বল বা অনিয়মিত, সেখানে সৌরচালিত গ্যাজেট প্রযুক্তির সঙ্গে মানুষের সংযোগ বজায় রাখার কার্যকর সমাধান হতে পারে।

পরিবেশগত দিক থেকেও সৌরশক্তির গুরুত্ব অনস্বীকার্য। জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ফলে যে কার্বন নিঃসরণ হয়। সৌরচালিত গ্যাজেটে তা নেই বললেই চলে। তাই বিদ্যুৎসংকট মোকাবিলার পাশাপাশি এটি পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকেও একটি ধাপ। দীর্ঘ মেয়াদে জ্বালানি খরচ কমানো এবং দূষণ হ্রাস— দুটো সুবিধাই এখানে একসঙ্গে পাওয়া যায়।

তবে সৌরচালিত গ্যাজেটের সীমাবদ্ধতাও আছে। সূর্যের আলো না থাকলে চার্জিং ধীর হয়ে যায় বা বন্ধ থাকে। বর্ষাকাল বা মেঘলা দিনে কার্যকারিতা কমে যেতে পারে। পাশাপাশি, সস্তা ও নিম্নমানের সোলার গ্যাজেট প্রত্যাশিত আউটপুট দিতে ব্যর্থ হয়। তাই এই প্রযুক্তির পুরো সুফল পেতে হলে মানসম্মত পণ্য বেছে নেওয়া এবং বাস্তব চাহিদা অনুযায়ী ব্যবহার করা জরুরি।

বাংলাদেশের মতো সূর্যালোকসমৃদ্ধ দেশে সৌরচালিত গ্যাজেটের সম্ভাবনা অনেক বড়। বছরের অধিকাংশ সময় পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়, যা এই প্রযুক্তিকে বাস্তবসম্মত করে তোলে। ইতোমধ্যে গ্রামাঞ্চলে সোলার হোম সিস্টেমের সফল ব্যবহার দেখিয়েছে। সঠিক পরিকল্পনা থাকলে সৌরশক্তি কার্যকর বিকল্প হতে পারে। ছোট গ্যাজেট থেকে শুরু করে ধীরে ধীরে বড় প্রযুক্তিগত ব্যবস্থায় সৌরশক্তির ব্যবহার বাড়ানোই হতে পারে ভবিষ্যতের পথ।

সব মিলিয়ে বলা যায়, বিদ্যুৎসংকটের সমাধান এক দিনে আসবে না। কিন্তু সৌরচালিত গ্যাজেট প্রযুক্তিনির্ভর জীবনে বিকল্প শক্তির একটি বাস্তব ও প্রয়োজনীয় পথ দেখাচ্ছে। এগুলো হয়তো সব সমস্যার সমাধান নয়। কিন্তু অন্ধকার সময়ে অন্তত যোগাযোগ, তথ্য ও আলোটুকু ধরে রাখার শক্তি রাখে। আর সেই ছোট আলোই ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা হতে পারে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...