আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উত্তরায় বিমান বিধ্বস্ত: নারী শিশুসহ বার্ন ইউনিটে ২৫ জন

স্টাফ রিপোর্টার

উত্তরায় বিমান বিধ্বস্ত: নারী শিশুসহ বার্ন ইউনিটে ২৫ জন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ নারী ও শিশুসহ অন্তত ২৫ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে আসা এসব দগ্ধদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান।

তিনি জানান, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী শিশুসহ অন্তত ২৫ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এখনো বিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা আমাদের এখানে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...