আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার

তারেক রহমানের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন মাহমুদুর রহমান

বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির গুলশান কার্যালয়ে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

শনিবার রাতে তিনি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান এবং শোকবইয়ে স্বাক্ষর করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে মাহমুদুর রহমান তার প্রতি সমবেদনা জানান। তিনি তার স্বাস্থ্যের খোঁজ-খবরও নেন। এ সময় খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা ঘটনা এবং হাসপাতালে তার অসুস্থতার সময়ের কথাও স্মৃতিচারণ করেন মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন
Amardesh_

এ সময় উপস্থিত ছিলেন- আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, চিফ রিপোর্টার বাছির জামাল। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র সাংবাদিক এম আবদুল্লাহ।

রাত সাড়ে ৮টার দিকে গুলশানের অফিসে পৌঁছানোর পর আমার দেশ সম্পাদক শোকবইয়ে স্বাক্ষর করেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার কক্ষে গিয়ে কথা বলেন। এ সময় তারেক রহমান জামাতে এশার নামাজ আদায় করছিলেন।

শোকবইতে মাহমুদুর রহমান খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘আমাদের আলোকবর্তিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শূন্যতা যেমন পূরণ হয়নি, তেমনি ম্যাডাম জিয়ার শূন্যতাও পূরণ হবার নয়। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বেগম খালেদা জিয়ার নীতিনিষ্ঠ সংগ্রামের কাহিনী প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মহান আল্লাহ তা’য়ালার কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মৃত্যুপর্যন্ত আপনাকে ভুলব না ম্যাডাম।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন